Terms and Conditions

PROKASH IT কি?

প্রকাশ আইটি (prokashit.com) ওয়েবসাইট হচ্ছে একটি বাংলা অনলাইন ব্লগ প্ল্যাটফর্ম পাশাপাশি সাহায্যকারী ব্লগিং সাইট। যার মাধ্যমে সকল পাঠকদের জন্য নিত্যনতুন বিভিন্ন প্রকারের ক্যাটাগরির প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো পোষ্ট করা হয়। আপনাকে তথ্যগুলো সম্পর্কে জানতে প্রকাশ আইটি ওয়েবসাইটটি পরিদর্শন করতে হবে।

কিছু মৌলিক নীতিমালা

1. Prokashit ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো থেকে শুরু করে যেকোন তথ্য যেমন নাম, ফোন নম্বর হোয়াটস অ্যাপ নম্বর, ইমেইল, ওয়েবসাইট লিঙ্ক ইত্যাদি সুরক্ষিত রাখা হয়। তবে এই বিষয়ে ১০০% সুরক্ষার নিশ্চয়তা প্রকাশ আইটি দেয় না।

2. আমরা আমাদের এই ওয়েবসাইটে বিজ্ঞাপন গুলো সরবরাহ করতে এবং ট্র্যাফিক বা ভিজিটর বিশ্লেষণ করতে বিভিন্ন কুকি ব্যবহার করে থাকি। আপনার পছন্দের বিষয়গুলো জেনে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিজ্ঞাপন কোম্পানি যেমন গুগল অ্যাডসেন্স (Google Adsense) এবং গুগল অ্যানালিটিক্স (Google anylitycs) এর সাহায্যে ট্র্যাফিকের তথ্য ও সাইটে আপনার দ্বারা প্রবেশ করানো বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি।

3. প্রকাশ আইটির কন্টেন্ট বা পোষ্ট সকলের ক্ষেত্রে উন্মুক্ত না-ও হতে পারে। মূলত বিভিন্ন পোষ্ট দেখার জন্য উপযুক্ত মূল বা খাঁটি অ্যাকাউন্ট কিংবা বিভিন্ন কোড ব্যবহার করতে হতে পারে। আপনার যদি কোন সৎ পরামর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের যোগাযোগ পেজের মাধ্যমে জানিয়ে সহায়তা করুন। আপনার প্রতিটি মন্তব্য অতি গুরুত্ব ও মনোযোগ সহকারে গ্রহণ করার চেষ্টা করব।

কমেন্ট পলিসি

* প্রকাশ আইটির যে কোনো কনটেন্ট বা পোষ্টে মন্তব্য করার ক্ষেত্রে আপনি যে পেইজে মন্তব্য করবেন কেবলমাত্র সেই পোস্ট বা কনটেন্ট সংশ্লিষ্ট বিষয়ের কোন কিছু জানাতে কিংবা আমাদের জানতে মন্তব্য করতে পারবেন।

* যে পেইজ বা কনটেন্টে মন্তব্য করবেন সেই পোস্ট সংশ্লিষ্ট কোন বিষয়ে নিজের ভলো লাগার অনুভূতিমূলক কমেন্ট করতে পারবেন। এ বিষয়গুলো ব্যতিত অন্য কোন বিষয়ে কমেন্ট করবেন না।

* কমেন্ট বক্সে সকল ধরণের অশালীন, আক্রমনাত্বক শব্দ, অশ্রাব্য এবং বিজ্ঞাপনমূলক বাক্যের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি আপনার কোন পেইজ বা কনটেন্ট এর কোন ধরনের মতামত থেকে থাকে কিংবা কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ পেইজে যোগাযোগ করুন।

কুকিজ নীতিমালা

* নিরাপত্তা কুকি বলতে যেগুলো সন্দেহজনক ক্রিয়াকলাপ রয়েছে সেগুলো সনাক্ত করে এবং এক্সেস এর তেমন অনুমোদন নেই এমন অ্যাকাউন্টের সুরক্ষা দিতে সহায়তা করে।

* প্রমাণিকরণ কুকিগুলা ব্যবহারকারীরা যখন গুগল একাউন্ট সংযুক্ত করে তখন বিভিন্ন প্রকারের যাচাই বাছাই করতে ব্যবহার করা হয়। এক্ষেত্রে গুগল নিজে আপনার একাউন্টের সুরক্ষা দিতে সহায়তা করে।

* এছাড়া যেগুলো বিপণন কুকিগুলো রয়েছে সেগুলো বিভিন্ন প্রকারের বিপণন প্রচার-অভিযানের সাথে আপনার বিজ্ঞাপন প্রচেষ্টার ক্রিয়াকলাপ পরিমাপ করার জন্য ব্যবহার হয়ে থাকে।

* তৃতীয় পক্ষ কুকিজ বেশি তথ্য কালেক্ট করার জন্য গুগল পরিষেবাগুলি থার্ডপার্টি কুকিজ প্রদানকারী যেমন যিনি বিজ্ঞাপনদাতা একমাত্র তিনি কুকি ব্যবহার করতে পারেন।

* আপনার পছন্দের কুকিগুলো নিজের পছন্দমতো সেটিংস সংরক্ষণ করে থাকে যেমন বিভিন্ন ভাষা থেকে শুরু করে পরিষেবা পছন্দ করা, যাতে পরবর্তীতে গুগলে সেই পরিষেবাগুলোতে গেলে তা পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারেন।

* গুগল মূলত ব্রাউজিং স্ট্যাটাস এবং পর্যায়ক্রমে আগ্রহের উপর ভিত্তি করে আপনার নিজস্ব বা ব্যক্তিগত বিজ্ঞাপন প্রদর্শন করতে এই বিজ্ঞাপন কুকিজগুলো ব্যবহার হয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে গুগলের যেই বিজ্ঞাপন গুলো দেখেন সেগুলো আরও প্রাসঙ্গিক হতে এই কুকিজ সহায়তা করে।

নীতিমালা যথারীতি আপডেট

Prokashit.com ওয়েবসাইটের অ্যাডমিন যেকোন সময় প্রকাশিত নীতিমালা গুলো আপডেট বা পরিবর্তন করতে পারে। এজন্য, প্রকাশ আইটির অ্যাডমিন আপনাকে যথাক্রমে এই নীতিমালার পেজটি রিভিউ করার পরামর্শ দিচ্ছে। যদি কখনো প্রকাশ আইটি ওয়েবসাইটের অ্যাডমিন এই পেজের কোন নির্দেশনা বা নীতিমালা আপডেট করেন তাহলে অবশ্যই বিশেষ বিজ্ঞপ্তি কিংবা অন্য মাধ্যমে তা আপনাদের অবগত করা হবে।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url