ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা - ফাউমি মুরগির ঔষধের তালিকা
সম্মানিত কৃষক বা খামারি ভাইয়েরা আপনারা হয়তো অনেকেই ফাউমি মুরগি লালন পালন করে থাকেন। এছাড়াও অনেকেই হয়তো ফাউমি মুরগির নাম শুনেছেন। আপনি কি এই ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য জানতে আগ্রহী? তাহলে আপনি এখন সঠিক স্থানেই এসেছেন। তার কারণ হচ্ছে, আজকের আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে। এই বিষয়ে আপনারা অধিকাংশ কৃষক বা খামারিরা জানতে চাই।
প্রিয় পাঠক, আপনি যদি ৫ মিনিট সময় অপচয় করে আমাদের সাথে শেষ অবদি থাকেন, তাহলে ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা জেনে নেওয়ার পাশাপাশি ফাউমি মুরগির ঔষধের তালিকা, ফাউমি মুরগির ভিটামিনের তালিকা সহ ফাউমি মুরগির আরও বিভিন্ন প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ টপিকে জানতে পারবেন। তাই অবহেলা না করে এই পুরো পোষ্টটি গুরুত্ব নিয়ে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
উপস্থাপনা - ফাউমি মুরগি
রোগ প্রতিরোধি ও বেশি ডিম দেওয়ার ক্ষেত্রে ফাউমি মুরগি এখন ভালো জনপ্রিয়তা লাভ করেছে। ফাউমি মুরগির লালন পালন করতে হলে আপনাকে বেশ কিছু রোগের প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফাউমি মুরগির পালনের রোগ প্রতিরোধ ব্যবস্থার অন্যতম কার্যকরী পন্থা হচ্ছে ভ্যাকসিন দেওয়া।
তাই আজকে আপনি কিভাবে ফাউমি মুরগির বিভিন্ন রোগের প্রতিরোধ ব্যবস্থা নিতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো। আপনি যদি ফাউমি মুরগির খামার শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই বিষয়ে জেনে রাখতে হবে। তাহলে চলুন, আর বেশি কথা না বলে মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকাগুলো জেনে নিব।
ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা
আপনি যদি ফাউমি মুরগির খামার গড়ে তুলতে চান এবং পাশাপাশি সেই খামার থেকে লাভবান হতে চান তাহলে অবশ্যই মুরগির রোগ প্রতিরোধক ব্যবস্থার দিকে বেশ বিশেষভাবে নজরদারি রাখতে হবে।এক্ষেত্রে আপনাকে রোগ প্রতিরোধক হিসেবে ভ্যাকসিনেশন পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনি যদি সঠিক নিয়ম সঠিক সময় ভ্যাকসিন পদ্ধতি অবলম্বন না করে তাহলে আপনার খামারের মুরগির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই আপনাকে একজন পশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ফাউমি মুরগির বয়স ভেদে মুরগির রোগ অনুযায়ী প্রয়োগ পদ্ধতি জেনে ভ্যাকসিন প্রদান করতে হবে। আমরা নিচে সেই সম্পর্কে বিস্তারিত একটি তালিকা তৈরি করেছি। চলুন তাহলে সে তালিকা দেখে নেয়া যাক।
আপনি যদি উপরোক্ত ভ্যাকসিনগুলো নির্দিষ্ট সময়ে মুরগিকে প্রয়োগ করতে পারেন, তাহলে খেয়াল করবেন আপনার খামারের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুনে বেড়ে গিয়েছে। এছাড়াও এই ভ্যাকসিনেশন পদ্ধতি অবলম্বন করে ফাউমি মুরগির ওজন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেশি পরিমাণে তাদের ডিম পাড়তেও সহায়তা করবে।
তাই আপনি যদি ফাউমি মুরগির লালন-পালন বা খামার করার চিন্তা ভাবনা করেন কিংবা ইতিমধ্যে যদি এই মুরগি পালন করে থাকেন তাহলে উপরোক্ত ভ্যাকসিন গুলো আপনার মুরগির জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে বলে শতভাগ আশাবাদী।
তবে একটি সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে উপরোক্ত ভ্যাকসিন গুলো ব্যবহার করার আগে অবশ্যই একজন পশু বিশেষজ্ঞ চিকিৎসকের অথবা অভিজ্ঞ খামারের কাছ থেকে পরামর্শ নেওয়াটা জরুরী। এছাড়াও আপনাকে মুরগির প্রতি ৫-৬ মাস পর পর ভ্যাকসিন প্রদান করাতে হবে। এজন্য সবচেয়ে উত্তম হবে একজন পশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটা জরুরি।
ফাউমি মুরগির ঔষধের তালিকা
ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা জেনে নেওয়ার পাশাপাশি আমাদেরকে ফাউমি মুরগির ঔষধের তালিকাগুলোও জেনে নিতে হবে। এই অংশে সেই সম্পর্কে তুলে ধরা হবে। আপনার খামারের বা পালন করা ফাউমি মুরগিকে যদি সুস্থ রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই মুরগিকে সঠিক নিয়মে ও সঠিক সময়ে ঔষধ সেবন করাতে হবে।
📌আরো পড়ুন 👉 জান্নাতি ২০ সাহাবীর নাম
তাহলেই আপনার খামারের মুরগি সঠিক সময়ে বেড়ে উঠবে। যার ফলে আপনি মুরগির পালন করে বেশ লাভবান হতে পারবেন। ফাউমি মুরগির ঔষধের তালিকা নিচে উল্লেখ করা হল-
লাইসোভিট বা গ্লুকোজ: মুরগি জন্ম নেওয়ার প্রথম দিনে লাইসোভিট ওষুধটি দিতে হয়। আর এই ওষুধ দেওয়ার সঠিক নিয়ম জেনে মুরগিকে ওষুধ সেবন করাতে হবে। এক্ষেত্রে পশু বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা আপনাকে কৃষি অধিদপ্তর থেকে জেনে নিলে ভালো হয়।
এমক্সাসিলিন: ফাউমি মুরগির জন্ম নেওয়ার পরে ২-৪ দিন টানা এমক্সাসিলিন ওষুধ দিতে হবে। তবে সঠিক মাত্রায় দিতে হলে আপনাকে কৃষির পরামর্শক এর সাথে যোগাযোগ করতে হবে।
আইবি+এনডি লাইভ: এই ওষুধটি ফাউমি মুরগিকে ৩-৫ দিনে দিতে হবে। দেওয়ার নিয়ম জানতে হলে কৃষির পরামর্শক এর সাথে যোগাযোগ করতে হবে।
গামবোরো লাইভ: ফাউমি মুরগির বয়স ১২-১৩ দিন হওয়ার মধ্যে গামবোরো ওষুধটি প্রদান করাতে হবে।
লিভারটনিক ও ভিটামিন: ফাউমি মুরগির বয়স যখন ঠিক ১২-১৪ দিন হয়ে যাবে তখন লিভারটনিক ও ভিটামিন ওষুধটি দিতে হয়। এই ওষুধ সঠিক নিয়মে গ্রহন করানোর জন্য ভেটেনারি চিকিৎসকের সাথে যোগাযোগ বা পরামর্শ করুন।
এনডি লাইভ: ফাউমি মুরগির বয়স যখন ঠিক ২৪-২৬ দিন হয়ে যাবে তখন এনডি লাইভ ওষুধটি দিতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে সঠিক মাত্রায় দিতে হবে তাহলেই আপনার মুরগি সুস্থ থাকবে।
এম্প্রোলিয়াম + সিপ্রো: ফাউমি মুরগির বয়স যখন ঠিক ২৭-২৮ দিন হয়ে যাবে তখন এম্প্রোলিয়াম ওষুধটি দিতে হবে।
প্রোবায়োটিক, ভিটামিন, লিভারটনিক: ফাউমি মুরগির বয়স যখন ঠিক ৫০ দিন পার হয়ে যাবে তখন এই ওষুধটি দিতে হবে।
এতক্ষণে হয়তো ফাউমি মুরগির ঔষধের তালিকাগুলো জেনে নিয়েছেন। এগুলো ওষুধ মুরগিকে অবশ্যই সঠিক মাত্রার সহিত গ্রহন করাতে হবে। এক্ষেত্রে আপনাকে কৃষি কর্মকর্তার নিকট পরামর্শ নিতে হবে। তাদের দেওয়া নিয়ম বা ধারণা নিয়ে ওষুধগুলো প্রয়োগ করাতে হবে। তাহলেই আপনার ফাউমি মুরগি সুস্থ থাকতে পারবে। এতে আপনি সহজেই এই ফাউমি মুরগি পালন করে আপনার ব্যবসায় লাভবান হতে পারবেন।
ফাউমি মুরগির ভিটামিনের তালিকা
আমরা উপরের অংশে ফাউমি মুরগির ঔষধের তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এ পর্যায়ে আমরা ফাউমি মুরগির ভিটামিনের তালিকা গুলো জেনে নিব। ফাউমি মুরগিকে ভ্যাকসিন এবং ওষুধ প্রদান করার পাশাপাশি সঠিক পুষ্টির যোগান দিতে হলে নিয়মিত কিছু ভিটামিন গ্রহণ করাতে পারেন।
এই ভিটামিন দিলে মুরগি্গুলো পুষ্টি সম্মত ডিম পাড়তে সক্ষম হবে। তাই সঠিক সময়ে সঠিক নিয়মে ভিটামিন প্রদান করার চেষ্টা করুন। ফাউমি মুরগির ভিটামিনের তালিকা নিচে উল্লেখ করা হলো-
লিভার টনিক ভিটামিন: লিভার টনিক ভিটামিন ফাউমি মুরগিকে প্রতি সপ্তাহে ১ দিন সকাল বেলায় পানির সাথে ভালভাবে মিশিয়ে মুরগিকে গ্রহন করাতে হবে। তবে এক্ষেত্রে ৩ লিটার পানিতে এই ভিটামিন এক মিলিলিটার মিশিয়ে সেবন করাতে হবে।
এডি৩ই ভিটামিন: এই ভিটামিনটি মুরগির স্বাস্থ্য উপকারিতার জন্য আপনারা গ্রহণ করাতে পারেন। তবে এক্ষেত্রে এই ভিটামিন ফাউমি মুরগিকে প্রতি সপ্তাহে দুইদিন সকালের খাবারে পানিতে ভালোভাবে মিশিয়ে খাওয়াতে হবে। আর এটি মূলত ২ লিটার পানিতে এই ভিটামিন এক মিলিলিটার ব্যবহার করতে হবে।
ই-সেল ভিটামিন: ই-সেল ভিটামিনটি ফাউমি মুরগিকে ১ সপ্তাহ পর পর ২দিন করে সকালের খাবারের পানির সাথে মিশিয়ে গ্রহন করাতে হবে। এটিও বরাবরের মতো আপনারা ২ লিটার পানিতে ১ মিলিলিটার ব্যবহার করতে হবে। অর্থাৎ ২ লিটার পানির সাথে ১ মিলি ভিটামিন মিশিয়ে মুরগিকে গ্রহন করাতে হবে।
জিংক: জিংক ভিটামিন এর ক্ষেত্রে ফাউমি মুরগিকে সপ্তাহে ১দিন সেবন করাতে হবে। এটিও বরাবরের মতো সকালের খাবার এর পানির সাথে মিশিয়ে গ্রহন করাতে হবে। আর এই ভিটামিন খাওয়ানোর নিয়ম হচ্ছে এটি ১ লিটার পানিতে ১ মিলিলিটার ভিটামিন মিশিয়ে খাওয়াতে হবে।
ক্যালসিয়াম: এই ভিটামিন এর ক্ষেত্রে ফাউমি মুরগিকে সপ্তাহে ১দিন বিকালে সামান্য খাবারের পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এটিও এটি ১ লিটার পানিতে ১ মিলিলিটার ভিটামিন মিশিয়ে মুরগিকে সেবন করাতে পারেন।
ফাউমি মুরগি সম্পর্কে লেখকের মতামত
প্রিয় কৃষক বা খামারি ভাইয়েরা আশা করি আপনারা হয়তো এতক্ষণে ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্যগুলো জানতে পেরেছেন। আপনার মুরগিকে সুস্থ রাখতে হলে অবশ্যই ভ্যাকসিন তালিকা ও সঠিক নিয়ম জেনে প্রয়োগ করতে হবে। তাহলে দেখবেন আপনার খামারের মুরগি সুস্থ থাকবে এবং দ্রুত বেড়ে উঠবে।
আপনি যদি এই পোষ্টের কোন অংশ বা টপিক বুঝতে না পারেন তাহলে কমেট বক্সে জানাতে পারেন। ফাউমি মুরগির ভ্যাকসিন ও ওষুধ সম্পর্কিত আজকের ভালো লেগে থাকলে অন্য কৃষক ভাইদের এই সম্পর্কে জানাতে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url